যশোরের কেশবপুরের ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
২০১৯-২০ স্লিপ প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়গুলোতে সরবরাহ করার জন্য বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যগুলো গত বুধবার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এনে রাখা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু বলেন, ‘আগামী সপ্তাহে কেশবপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য এ ভাস্কর্য দেয়া হবে। উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
উপজেলার সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু ভাস্কর্য তৈরি করা হয়েছে।’