বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ চার জনের মৃত্যু হয়েছে বলে সোমবার বিকালে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি জানান, সকালে করোনা ওয়ার্ডে কোভিড-১৯ শনাক্ত হওয়া ৬৫ বছরের এক বৃদ্বের মৃত্যু হয়েছে। মৃত আ. ছত্তার পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা।
গত ২৯ মে দুপুর দেড়টায় তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। রবিবার দিবাগত রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে এবং সোমবার সকালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মারা যাওয়া অন্য তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা খারাপ হওয়া তাকে আইসিইউতে পাঠানো হয়। বাকী দুজন ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান। মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছরের এক ব্যক্তি সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। বেলা সাড়ে ৩ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ সোমবার দুপুর দেড়টায় হাসপাতালে ভর্তি হন। বেলা ৩ টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বরিশাল নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ রবিবার সন্ধ্যা ৭ টায় হাসপাতালে ভর্তি হন। তাকে বেলা ৩ টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, চাঁদপুর সদর ও মতলব দক্ষিণে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৯ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টার থেকে সোমবার সকাল সাড়ে নয়টার মধ্যে এদের মৃত্যু হয়।
এদের মধ্যে সদরের বাবুরহাট এলাকায় নিজ বাড়িতে সকাল সাড়ে ৯ টায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে মারা যান আশুতোষ আচার্যী (৭০) নামের এক প্রখ্যাত পল্লী চিকিৎসক এবং সকাল ৭টার দিকে একই উপসর্গ নিয়ে মারা যান একই এলাকার পরিমল বিশ্বাস (৬৫)।
এছাড়া, মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী এলাকায় নারায়নগঞ্জফেরত করোনা শনাক্ত হওয়ার ২ দিন আগে বাড়িতে আসা এক গার্মেন্টস কর্মী মনি বেগম (৩৫) নিজ গৃহে রবিবার রাতে মারা যান।
মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বস্থ্যবিধি মেনে তাদের সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।