বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল
করোনায় বরিশাল বিভাগে ৮ মৃত্যু
বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
আরও পড়ুন: করোনা: ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ১২, মৃত্যু ২
একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮৭ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের প্রায় পাঁচগুণ, ৮৮০ জন সুস্থ হয়েছেন
আরও পড়ুন: করোনায় সিকৃবি কর্মকর্তা রথীন্দ্র মল্লিকের মৃত্যু
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।
৩ বছর আগে
বরিশাল বিভাগে করোনায় ১৪ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনায় পাঁচ ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ১০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৯৫ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৩৪৩
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৫৯, পটুয়াখালীতে ৬৮, ভোলায় ৮৫, পিরোজপুরে ৩৩, বরগুনায় ৩০ ও ঝালকাঠির ১৮ জন রয়েছেন। এই নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৪১ হাজার ১৫৫ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় সাড়ে ৪৩ লাখের বেশি মানুষের মৃত্যু
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল পর্যন্ত ১৬৬ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
৩ বছর আগে
করোনা : বরিশাল বিভাগে ১১ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন।
একই সময় শনাক্ত হয়েছেন ১৭০ জন। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বোনিম্ন। এর মধ্যে শনাক্তের দ্বিগুন ৩৪৫ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: আক্রান্ত ও উপসর্গে রামেক হাসপাতালে ১১ মৃত্যু
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয় জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে বরিশালে তিন জন এবং বরগুনা ও ঝালকাঠিতে একজন করে রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৬২ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৩৪৫ জন, এই নিয়ে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৭ জন।
আরও পড়ুন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনায় ৯ মৃত্যু
এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন ও করোনা ওয়ার্ডে আট জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৯৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬০ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২০১ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ৩০ দশমিক ৮৪ শতাংশ।
৩ বছর আগে
করোনায় বরিশালে নতুন শনাক্ত ৫৩৩, মৃত্যু ১৯
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৯৬ জনে।
একই সময়ে বিভাগে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় নয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৫ জনে দাঁড়িয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন।
তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৯১ জন। এছাড়া বরিশাল জেলায় নতুন শনাক্ত সর্বোচ্চ ২০২ জন নিয়ে মোট আক্রান্ত ১০ হাজার ৩০৬ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ৩ হাজার ২০, ভোলা জেলায় নতুন ৪৩ জনসহ মোট ২ হাজার ৩৬৯, পিরোজপুর জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ৩৩৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৪৩ ও ঝালকাঠি জেলায় নতুন ১২৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১ জনে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু
শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬৩৪ জনের মধ্যে ৪৪ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২০ জন ও করোনা ওয়ার্ডে ১৭ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৫৯ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৯০ জনের করোনা পজিটিভ এবং ১৬৯ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ৬২ দশমিক ৭৬ শতাংশ।
আরও পড়ুন: কুমিল্লায় করোনা শনাক্তের হার ৪৮.০৭ শতাংশ, মৃত্যু ৮
৩ বছর আগে
বরিশালের শেবাচিমে দ্বিতীয় দিনে মতো ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিনদফা দাবিতে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের আজ দ্বিতীয় দিন।
৪ বছর আগে
বরিশাল ও চাঁদপুরে জ্বর ও শ্বাসকষ্টে ৭ জনের মৃত্যু
জ্বর ও শ্বাসকষ্টে সোমবার বরিশাল ও চাঁদপুরে মোট সাত জনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে