বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৪ জনে। তার মধ্যে ১৪৮ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১২ জন।
রবিবার ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে ১১ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে ৪১ জনের রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, প্রতিবেদন পাওয়ার পরই ৫২ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তারা কোন স্থানে যাতায়াত করেছেন ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।
এ পর্যন্ত বরিশাল জেলায় ২৪১ নারী ও ৬৮৩ পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।
গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।