বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
জাহাজের ভেতরে ইঞ্জিন রুমে হওয়া এই বিস্ফোরণের ফলে এখনও একজন নিখোঁজ রয়েছেন।
নিহতেরা হলেন-চট্টগ্রামের বাবুল কান্তি দাস ও স্বাধীন হালদার।
আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইঞ্জিন রুম প্রচণ্ড উত্তপ্ত থাকায় সেখানে ঢুকে উদ্ধার কাজ চালাতে পারছেনা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, তিনদিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি এবাদ ১ নামের জাহাজটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙ্গর করে। আজ বিকালে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল তার। বিকাল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে জাহাজে বিস্ফোরণ ঘটে। এসময় ইঞ্জিন রুমে থাকা ছয়জনের মধ্যে তিনজন বেড়িয়ে এলেও দুইজনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন।
তিনি আরও জানান, ইঞ্জিন রুমের ভেতর প্রচণ্ড উত্তপ্ত থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে। জাহাজটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। জাহাজে জলতে থাকা আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
না.গঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন