বরিশালে ৯ বছরের শিশুকন্যা ধর্ষণ করে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এই আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- বরিশাল নগরীর উত্তর সাগরদী নবগ্রাম খান সড়কের বাছেদ খান (৪৮), একই সড়কের শাহরিয়ার শাকিল খান (২৭) ও ইমাম হোসেন হাওলাদার (১৭)। দণ্ডিতদের মধ্যে বাছেদ খান নামে একজন পলাতক রয়েছে।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ট্রাইবুনালের সার্টলিপিকার মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, খান সড়কের টুলু পালোয়ানের ৯ বছরের কন্যা তন্বীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামি ইমাম হোসেনের বয়স কম হওয়ায় তার বিচার শিশু অপরাধ আইনে সম্পন্ন হয়েছে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তন্বী তার মায়ের সঙ্গে নবগ্রাম সড়কের বাসায় যাচ্ছিল। জিয়া সড়কে তার বাবাকে ডেকে আনার জন্য তন্বীকে রিকশা থেকে নামিয়ে দেন তার মা। এরপর সেদিন তন্বীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকাল ৭টার দিকে বাড়ির অদূরে খান সড়কের শাকিলের বাসাসংলগ্ন ডোবার মধ্যে তন্বীর লাশ পাওয়া যায়।
এ ঘটনায় তন্বীর বাবা অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে শাকিল খান ও ইমাম হোসেনকে সন্দেহজনক গ্রেপ্তার করে পুলিশ। তারা তন্বীকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দেন এবং ঘটনার সঙ্গে পলাতক বাছেদ খানও জড়িত বলে জানান।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মো. মশিউর রহমান ২০১৭ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য-প্রমাণে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড