নাটোরের লালপুরে শিশু ধর্ষণ মামলার রায়ে রান্টু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
বিশেষ পিপি আনিসুর রহমান জানিয়েছেন, ২০১০ সালের ১৮ আগস্ট লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের শ্রমজীবী দম্পতির অনুপস্থিতিতে তাদের বাড়িতে ঢুকে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছিল প্রতিবেশি দিনমজুর রান্টু (৫৩)।
এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক বুধবার এ রায় দেন।
রায়ে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা আদায় করে ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ফেনীতে ভাইকে হত্যা: ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার