সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন বরেণ্য বাউল শিল্পী শাহ আবদুল হামিদ জালালি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জালালি সিলেট সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহানারা খানম মিলনের স্বামী এবং সাংবাদিক সুবর্ণা হামিদের বাবা।
জালালির জামাতা সাদিকুর রহমান সাকি জানান, দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বশুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: বাউল সম্রাট আব্দুল করিমের প্রয়াণ দিবস
মুক্তিযোদ্ধা জালালি ‘ঝাঁকে উড়ে আকাশজুড়ে দেখতে কি সুন্দর/ জালালের জালালী কইতর’, দ্বীনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাঁইটা যায়/হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়’ সহ বেশ কয়েকটি গান রচনা করেছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাউল শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।