পিরোজপুরে নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শেখর কুমার সিকদার জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের কুড়িয়ানা গ্রামের সুপ্রসন্ন সিকদারের পুত্র এবং আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।
স্থানীয় সূত্র অনুসারে, শেখর ও মিঠুন বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মিঠুন ও তার লোকজন শেখরের উপর হামলা চালান। স্থানীয়রা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টর খাদে পড়ে কিশোর নিহত
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে।
অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার মুঠোফোনে জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে পাচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইলে একটু কথা-কাটাকাটি হয়।
তিনি আরও জানান, শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোন কারনে মারা যেতে পারেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে ট্রাকের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত