শুক্রবার ভোরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রিটন মন্ডল (৪০) জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঢেউওতলা গ্রামের লক্ষ্মীকান্ত মন্ডলের ছেলে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন জানান, জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে রিটন মন্ডল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বাগেরহাট সদর হাসপাতালে আসেন। চিকিৎসকরা তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন এবং সেখানে তার চিকিৎসা চলছিল। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বেলফার হোসেন জানান।
এদিকে, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, শুক্রবার নতুন করে বাগেরহাটে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮০ জনে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৫০ জন।