বাগেরহাটে বিভিন্ন মূল্যমানের ১৬ লাখ জাল টাকার নোট জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে জনৈক কামাল হোসেনের ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চক্রের সদস্য আটক মো. ফয়সাল ইউনুসের (৩৫) কক্ষ থেকে জাল টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফয়সাল ইউনুস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বারদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি স্বপন কুমার রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন মূল্যমানের ১৬ লাখ জাল টাকার নোট এবং টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা তৈরির চক্রের সদস্য ফয়সাল ইউনুসকে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রায় চার মাস আগে ওই বাড়িতে ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন ফয়সাল। জাল টাকা তৈরি করে চক্রের সদস্যের মাধ্যমে বাজারে সরবরাহ করে আসছিলেন তিনি।
বিশেষ করে ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির এই চক্রটি সক্রিয় হয়ে উঠে বলে জানান ওসি।
তিনি বলেন, জাল টাকা তৈরির অন্য সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।