করোনা আতঙ্কে ঘরে অবস্থানকারী পৌর এলাকার দুস্থ-অসহায় মানুষদের বাড়ি বাড়ি চাল-ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিরিয়া লিটন।
শুক্রবার শহরের নয়ানী বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি এ ঘোষণা দেন।
মেয়র লিটন বলেন, যারা দিন আনে দিন খায় এবং দিনমজুর তাদের বাড়িতে বাড়িতে আগামী ১ এপ্রিল থেকে সীমিত আকারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। প্রাথমিকভাবে পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রতি ওয়ার্ডে ৫০ জন করে মানুষের ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। সরকারি অনুদান পেলে এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।
এ সময় পৌর মেয়র উপস্থিত মুসল্লিদের করোনাভাইরাস থেকে সচেতন থাকতে নানা পরামর্শ দেয়ার পাশপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করে সঠিক তথ্য দেয়ার জন্য অনুরোধ করেন।
হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের এবং যারা গত দুই-তিন দিনের মধ্যে ঢাকা থেকে শেরপুর এসে অবস্থান করছেন তাদের তথ্য চান মেয়র লিটন।
এছাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক খোলা রয়েছে বলে জানান তিনি।