খাদ্যসামগ্রী
রমজানে বাজার নিয়ে স্বস্তিতে চাঁদপুরবাসী
এমনিতেই পণ্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝে রমজান এলেই তা বেড়ে যায় আরও। এ নিয়ে দেশের ক্রেতা সাধারণের অভিযোগের শেষ নেই। তবে এবারের রমজানে চাঁদপুরে দেখা যাচ্ছে উল্টো চিত্র। নিত্যপণ্যসহ ইফতারের প্রায় সব খাদ্যসামগ্রীর দাম সহনীয় র্পযায়ে। ফলে স্বস্তিতে রয়েছেন জেলার নিম্ন ও মধ্যবিত্তরা।
জেলা শহর ও শহরতলীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। রমজানে পণ্যের দামে কোনো প্রভাব এখনও পড়েনি।
চাঁদপুরের বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কালো বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, লেবু ৪০-৬০ টাকা হালি, কাঁচামরিচ ৫০-৬০ টাকা কেজি, আলু ২৫-৩০ কেজি, টমেটো ও গাজর ৩০-৪০ টাকা কেজি এবং খিরা ও শসা বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি দরে। এছাড়া লাউ আকার ভেদে ৩০ থেকে ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে, যা আগে থেকেই এমন দামে বিক্রি হয়ে আসছিল।
জেলা শহর ও শহরতলীর প্রত্যেকটি কাঁচাবাজারে, যেমন: পাল বাজার, পুরানবাজার, বিপনীবাগ বাজার, নতুনবাজার ও ওয়ারলেস বাজারে এসব পণ্যের প্রচুর সরবরাহ লক্ষ করা গেছে।
এছাড়া বিভিন্ন ধরনের মাছের দামও রয়েছে আগের মতোই।
জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ও রাস্তার পাশে সকালে ভ্যানে করে সবুজ শাকসবজি ও ছোট ও মাঝারি সাইজের মাছ আরও একটু সস্তায় বিক্রি করতে দেখা যায়।
বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, কক মুরগি ২৮০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ‘মেইড ইন জিনজিরা’ ট্যাং-জুস-গ্লুকোজে সয়লাব রমজানের বাজার
তবে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় তা বাজারে বিক্রি করতে দেখা না গেলেও গোপনে কেউ কেউ বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। অবশ্য নিষেধাজ্ঞার সময়ে তার দাম নাকি আকাশচুম্বী; কেজি বিক্রি হয়ে থাকে ৩ হাজার টাকা দরে। আর ৮০০/৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি আড়াই হাজার টাকার আশপাশে।
১৬ দিন আগে
রমজানে কোটি মানুষকে টিসিবি'র মাধ্যমে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী দেয়া হবে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি'র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে। আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের এককোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী জেলার সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্থাপিত যাত্রীদের জন্য এয়ার লাউঞ্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। মানুষ উন্নত সুযোগ সুবিধা ভোগ করতে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। দেশের উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে। একসময় সৈয়দপুর বিমান বন্দরে কোন বিমান আসতো না, যাত্রি ছিল না। আজ সে বিমান বন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে। এ চাহিদা দিনদিন বাড়ছে। সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে এয়ার লাউঞ্চ চালুর ফলে যাত্রীরা উন্নত সেবা গ্রহণের সুযোগ পেলো। যাত্রীরা এখন একটি উন্নত পরিবেশে সময় কাটাতে পারবে। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পাণ্যের উপর এর প্রভাব পড়ছে ।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমান বন্দরে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার লাউঞ্চ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারীর সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ খান, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির মধ্যে স্বস্তি টিসিবির ট্রাক
পেঁয়াজের দাম কমাল টিসিবি, সোমবার থেকে কার্যকর
১১৩২ দিন আগে
লকডাউনে খাদ্যসামগ্রী পেল কর্মহীন ১২০০ পরিবহন শ্রমিক
চলমান লকডাউনে কর্মহীন ১ হাজার ২০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ।
রবিবার সকালে নগরীর মহাখালী বাস টার্মিনালে তিনি তার নিজস্ব তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে চাল, আলু, তেল, ডাল ও পিঁয়াজ রয়েছে।
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন: ঢাকার বেশিরভাগ রাস্তা নির্জন
এ সময় খন্দকার এনায়েত উল্যাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে সকল গণপরিবহণ বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশের সকল পরিবহন মালিক, মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনারা সবাই এসব পরিবহন শ্রমিকদের এমন দুর্দিনে নিজ নিজ জায়গা থেজে এগিয়ে আসুন। এসব অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান।
‘আমি নিজ উদ্যোগে অল্প পরিসরে আজ থেকে শুরু করেছি। আজ এই ১২০০ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আপনারাও এটি শুরু করে তাদের পাশে দাঁড়ান। আমরা সবাই যেন তাদেরকে দু’বেলা খাবারের ব্যবস্থা করে দেই,’ বলেন তিনি।
আরও পড়ুন: লকডাউন: সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ জনকে জরিমানা
সমিতির মহাসচিব বলেন, ‘পরিবহন শ্রমিকরা কাজ করলে বেতন পায়, না করলে পায় না। ফলে যে কয়দিন লকডাউন অবস্থায় থাকে সে কয়দিন তারা বেতন পান না। তখন অনেকেই না খেয়ে থাকেন। তবে আমরা লকডাউনের মধ্যেও প্রতিটি টার্মিনালে শ্রমিকদের জন্য রান্না করে খাবারের ব্যবস্থা করেছি। এই সময়টাতে আমরা যেন তাদের পাশে থাকি। আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে তারা কেউ না খেয়ে থাকবে না। আমি আশা করবো সকল শ্রমিক ইউনিয়নও এই দায়িত্ব পালন করবে।’
আরও পড়ুন: যেমন গেল লকডাউনের দ্বিতীয় দিন
অনুষ্ঠানে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরু,কার্যকরী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ সদু, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো আবুল কালাম, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।
১৪৩৭ দিন আগে
রমজান উপলক্ষে এক লাখ পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএসসিসি
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ নগরীতে বসবাসকারী অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
১৭৮০ দিন আগে
কেরানীগঞ্জে কর্মহীনদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
১৭৯৩ দিন আগে
মানিকগঞ্জে অসহায়দের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
মানিকগঞ্জে জেলা বিএনপির পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮০১ দিন আগে
মানিকগঞ্জে দুস্থদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর খাদ্যসামগ্রী
মানিকগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ মানুষের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
১৮০৩ দিন আগে
গাড়িবহর দেখে দৌড়, বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিলেন শেরপুরের ডিসি
জিপ, পিকআপ, কারসহ একসাথে কয়েকটি গাড়িবহর গলির রাস্তা দিয়ে ঢুকতেই দৌড়ে যে যার ঘরে চলে গেলেন। এরপর বাড়িতে ঢুকলেন জেলা প্রশাসকসহ (ডিসি) কর্মকর্তা-কর্মচারীরা।
১৮২২ দিন আগে
বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা শেরপুর পৌর মেয়রের
করোনা আতঙ্কে ঘরে অবস্থানকারী পৌর এলাকার দুস্থ-অসহায় মানুষদের বাড়ি বাড়ি চাল-ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিরিয়া লিটন।
১৮২৪ দিন আগে