শুক্রবার সন্ধ্যায় সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে নিশ্চিত হয়েছেন তিনি।
পীর ফজলুর রহমান মিসবাহ জানান, গত তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন তিনি। সুনামগঞ্জে করোনার নমুন দিলে তিন দিন পরে রির্পোট আসে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এমপি পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের হালকা জ্বর- সর্দি ছাড়া এমনিতে সুস্থ আছেন বলে জানান তিনি। এমপি সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: স্বপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী
দেশে করোনা পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু ও ২ হাজার ১৮৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৮ হাজার ৯৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯১৭টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.০৪ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছিল ১০.৪৫ শতাংশ।
আরও পড়ুন: সস্ত্রীক করোনায় আক্রান্ত মুমিনুল
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ১৪১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৫৯ শতাংশ।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।