গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সিয়াম, আর আহতরা হলো— রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুল।
আহত শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় চুড়ান্ত পর্বের পরীক্ষা চলছে। গতকাল (বুধবার) পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সঙ্গে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভের জেরে আজ (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা চত্বরে আসে সিয়াম। সে সময় বাকিরা পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলকে জখম করে। পরে আহত অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে জখম হওয়া পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।