বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক বানেছা খাতুন (৩৫) বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনারবার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের মোট ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন নামে এক নারীকে আটক করা হয়। পরে আটক নারীকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। বিজিবি সোনার মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে, শনিবার সকালে আটক বানেছা খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।