বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে, যা আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।
এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা।
এদিকে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা এবং পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৬০ টাকা।
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
সয়াবিন ও পাম অয়েলের দাম বেশি দাবি করে ব্যবসায়ীরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর দাবি জানান। কমিশন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা করার অনুমতি দিয়েছে।
মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিভিওআরভিএমএ।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি