সয়াবিন
আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন ও ডিমের দাম নির্ধারণ করেছে সরকার
বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে।
এ ছাড়া মন্ত্রণালয় প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা, আলু ৩৫-৩৬ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা লিটার, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা, প্রতি লিটার পাম অয়েল ১২৪ টাকা, চিনির (খোলা) দাম প্রতি কেজি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে দাম নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় এসব পণ্যের উৎপাদন ও বিপণন ব্যয়ের ভিত্তিতে মন্ত্রণালয়গুলোর কাছে সুপারিশ চেয়েছিল।
বাণিজ্য সচিব ইউএনবিকে বলেন, সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি নিশ্চিত করতে সারাদেশে অভিযান পরিচালনা এবং মনিটরিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বিক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে হতাশ ক্রেতারা
প্রয়োজনে ডিম আমদানি করা হবে: মন্ত্রী
৫৫৫ দিন আগে
সয়াবিন ও পাম তেলের দাম কমছে, কার্যকর বুধবার
দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কিছুটা কমবে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল ও ৮ হাজার টন ডাল কেনা হবে
সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে।
বিভিওআরভিএমএ-এর মতে, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের দাম ৮৭৩ টাকা। যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।
পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
আমদানিকৃত ভোজ্যতেলের ওপর ৫% ভ্যাট কমানোর মেয়াদ বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত
৬২০ দিন আগে
বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়ল, আজ থেকে কার্যকর
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে, যা আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।
এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা।
এদিকে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা এবং পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৬০ টাকা।
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
সয়াবিন ও পাম অয়েলের দাম বেশি দাবি করে ব্যবসায়ীরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর দাবি জানান। কমিশন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা করার অনুমতি দিয়েছে।
মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিভিওআরভিএমএ।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি
৬৮৮ দিন আগে
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমল
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম হবে প্রতি লিটার ১৭৮ টাকা।
সোমবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকের পর বিভিওআরভিএমএ আজ এ ঘোষণা দিয়েছে।
এতে বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ দশমিক ২৯ শতাংশ কমেছে বলে সমিতির নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে কমে ৮৮০ টাকা হবে। একইভাবে প্রতিলিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৭ টাকা
সয়াবিন তেলের দাম লিটারে কমল ৬ টাকা
৯০১ দিন আগে
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমেছে
সয়াবিন তেলের উচ্চমূল্য নিয়ে বহু আলোচনার মধ্যেই সরকার রবিবার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে লিটার প্রতি ১৮৫ টাকা নির্ধারণ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, সোমবার থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে রবিবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এ ঘোষণা দিয়েছে।
বিশ্ববাজারে দাম কমে যাওয়ার ফলে বোতলজাত সয়াবিন তেলের দাম সাত দশমিক ০৩ শতাংশ কমে ১৯৯ টাকা থেকে ১৮৫ টাকায় নেমে এসেছে।
এছাড়া বিভিওআরভিএমএ পাম তেলের দাম প্রতি লিটার ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করতেও রাজি হয়েছে।
পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে ৯১০ টাকা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
সরকারকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের অনুরোধ ক্যাবের
৯৭৯ দিন আগে
আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি সাত টাকা বেড়ে ২০৫ টাকা হয়েছে। সয়াবিনের তেলের এ নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়।
ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এ নতুন দাম নির্ধারণ করেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, আটক ২
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এখন থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের লিটার ২০৫ টাকা দরে বিক্রি হবে।
খুচরা পর্যায়ে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৯৭ টাকা যা এতদিন ৯৮৫ টাকায় টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৮৫ টাকা লিটার যা আগে ১৮০ টাকা লিটার বিক্রি হয়েছে। খোলা পাম তেল এখন থেকে বিক্রি হবে ১৫৮ টাকা লিটার।
আরও পড়ুন: চট্টগ্রামে ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
১০১৭ দিন আগে
সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমলো
ভোজ্যতেল সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬৮ টাকা থেকে ১৬০ টাকা করা হয়েছে।
রবিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তেল আমদানিকারক ও রিফাইনার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।
সচিব বলেন, আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার বোতলজাত তেল ১৬০ টাকা, পাঁচ লিটার বোতলজাত ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এসএম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহাসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ করতে হাইকোর্টে রিট
১০৯৮ দিন আগে
ভোজ্যতেলের আমদানির ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ কমিয়ে পাঁচ শতাংশ ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনটি তাৎক্ষণিক কার্যকর হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
এর আগে ১৪ মার্চ ভোজ্যতেলের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
১১০২ দিন আগে
মূল্যবৃদ্ধি প্রতিরোধে ডিএনসিআরপির অভিযান: ২ ব্যবসায়ীকে জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও শনিবার রাজধানীতে বেশি দামে পণ্য বিক্রির তথ্য পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর (ডিএনসিআরপি) বাজারে পৃথক অভিযান পরিচালনা করেছে। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার ডিএনসিআরপির পরিচালক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্রধান মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিআরপির সহকারী পরিচালক মাগফুর রহমান ও মাহমুদা আক্তার।
অভিযানে নির্ধারিত দামের বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে রাজধানীর শ্যামবাজারে দুটি গুদামের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ডিএনসিআরপি।
আরও পড়ুন: দ্রব্য মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট: বিএনপি
জরিমানাকৃত কোম্পানি দুটি হলো রাজীব ট্রেডার্স ও পানামা ট্রেডার্স। আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি ৪৯ টাকা দেখানো হলেও কোম্পানিগুলো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ৪৫ টাকায়।
অন্যদিকে শনিবার ভোজ্যতেল সয়াবিন প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। যদিও সরকার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) মূল্য বৃদ্ধির আবেদন অনুমোদন করেনি।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বিটিটিসির প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
১১১৩ দিন আগে