ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংস ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন পালিয়ে থাকা হেফাজত ইসলামের নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী (৪৪)।
বৃহস্পতিবার বিকালে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াকুব উসমানী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পদত্যাগ করা হেফাজত নেতা আব্দুর রহিম কাসেমী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন উসমানীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে পুলিশের বিশেষ সূত্র থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় অভিযানে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার সভাপতি মো. আবু তাহেরসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৭ মার্চ আবু তাহের মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের নিয়ে সরাইলের অরুয়াইল পুলিশ ক্যাম্পে আক্রমন করে তাণ্ডবলীলা চালায়। গ্রেপ্তারের পর বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। এ ঘটনায় মোট ৫৬টি মামলা হলে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পুলিশ ৪৪০ জনকে গ্রেপ্তার করে।