ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান নামে (২৯) এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে থানা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাদিসুর সদর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিশুসহ মা
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইয়াবা সেবনের পর হাদিসুর দা হাতে বিভিন্ন ফ্ল্যাটের জানালায় কোপাতে থাকেন। পরে শুক্রবার সকালে শহরের সিও অফিস এলাকার পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠে সদর থানার ফটক ডিঙিয়ে থানা পুকুরেও ঝাঁপ দেন। সেখান থেকে উঠে না আসায় ফয়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পুকুর থেকে হাদিসুরের লাশ উদ্ধার করে।
হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালীর সঙ্গে তার আগের স্বামীর যোগযোগ নিয়ে প্রায়ই কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিল। এনিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা হাদিসুরের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জনরোষ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল আ.লীগ নেতার
গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে শিক্ষার্থী নিহত