ভারতের পশ্চিমবঙ্গে শনিবার অনুষ্ঠিত হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এ উপলক্ষে সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি- রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্ট- ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, এদিন আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। আগামীকাল রবিবার থেকে এই বন্দর দিয়ে পুনরায় পুরোদমে দ্বি-পক্ষীয় বাণিজ্য শুরু হবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি দিলিপ সরকার এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছেন।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে ৬ দিন পর পণ্য আমদানি-রপ্তানি শুরু
তিনি আরও জানান, নির্বাচনের কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সকাল থেকে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে (পানামা ওয়্যারহাউজ) অবস্থান করা আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। এছাড়া ওই সকল পণ্য বাংলাদেশি ট্রাকে বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমাদের অফিসে সকল কাজকর্ম স্বাভাবিক আছে। আমরা আমদানিকৃত পণ্যের ট্যাক্স নিয়ে খালাস কার্যক্রম সম্পন্ন করছি। শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, ভারতে নির্বাচনের কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চালু থাকে। ফলে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা হিলি চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে চলাচল করছেন।
আরও পড়ুন: হিলি সীমান্তের শূন্যরেখায় ঈদ সম্প্রীতির বন্ধনে বিজিবি-বিএসএফ