তারা হলো-নড়াইলের সিংগের ডাংগা গ্রামের কাদের খানের ছেলে মো. সামির খান (১৫), খুলনা জেলার তেরখাদা উপজেলার করোরিয়া গ্রামের দেবাশীষ গাইনের ছেলে শান্তুনু গাইন (১৫), বাগেরহাট সদরের মো. হেমায়েত তালুকদারের ছেলে মো. শফিকুল ইসলাম তালুকদার (১৬), বাগেরহাট সদরের রহমান খানের ছেলে মো. সাব্বির হোসেন (১৪) ও বাগেরহাট পূর্ব খন্তা কাটা গ্রামের জামাল তালুকদারের ছেলে মো. জাহিদ হাসান তালুকদার (১৮)।
আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে এই কিশোরদের ভারতে পাচার করা হয়। পরে কোলকাতা রেলস্টেশন থেকে পুলিশ তাদেরকে আটক করে বারাসাত কিশোলয় হোমে রাখার ব্যবস্থা করে। এর পর দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে দেশে ফেরত আনা হয়।
পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।