ভোলা
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪৫) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের (গরিবের দুবাই খ্যাত) বালুর মাঠ সংলগ্ন নদীর তীর থেকে লাশটি পুলিশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি, মাঝি নিখোঁজ
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, শিবপুর বালুর মাঠ এলাকায় মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর মেঘনা নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ভোলার চরফ্যাশনে নিজের জমির আলুখেতে মটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার মিয়াজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ খলিফা (৪০) ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের মোজাফল খলিয়ার ছেলে।
আরও পড়ুন: মতলবে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যাংক কর্মকর্তা নিহত
চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্দীঘ দিন ধরে ইউসুফ খলিফা চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুরে কৃষি কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউসুফ তার আলুখেতে মটর দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিনি।
পরে স্থানীয় কৃষক ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
১ বছর আগে
ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নিহত
ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। এতে অপর এক জেলে আহত হয়েছে।
শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মো. কামাল জমাদ্দার (৪০) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা এবং আজিজ জমাদারের ছেলে।
আহত ইউছুফ একই ইউনিয়নের জসিম ঢালীর ছেলে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে স্থানীয় জেলে ইউসুফ ও কামাল নামে দুই জেলে মাছ ধরছিলেন। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে কামাল মাঝির নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক আহত জেলে ইউসুফ মাঝি সাঁতরে তীরে উঠে আসেন।
কিন্তু কামাল মাঝির কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযানে নামেন এবং দুপুর ২টার দিকে নিখোঁজ কামাল মাঝির লাশ উদ্ধার করেন।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বিয়ানীবাজারে জেলে নিহতের ঘটনায় ৮ ড্রেজার শ্রমিক আটক
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত
মুন্সীগঞ্জে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলে নিহত
মানিকগঞ্জের যমুনায় ইলিশ ধরতে গিয়ে জেলে নিহত
২ বছর আগে
ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জলদস্যু’ নিহত
ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। এ সময় তাদের কাছ থেকে পিস্তল উদ্ধারের দাবি করেছে র্যাব।
রবিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ সর্বহারা পার্টির দলনেতা নিহত
এ ব্যাপারে চরফ্যাশন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনের জানান, রবিবার ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন জলদস্যু নিহত হয়।
আরও পড়ুন: রংপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
তিনি জানান, এই সময় তাদের কাছ থেকে পিস্তল ও দা উদ্ধার করা হয়। নিহতদের লাশ দক্ষিণ আইচা থানায় নিয়ে আসা হয়েছে।
তবে এ ব্যাপারে র্যাবের কোনো ব্যক্তব্য পাওয়া যায়নি।
৩ বছর আগে
ভোলার লালমোহন ও চরফ্যাসনে ঘূর্ণিঝড়ে ১৫ ঘর বিধ্বস্ত, আহত-১০
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলায় শনিবার রাতে লালমোহন ও চরফ্যাসনে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ১৫ ঘর বিধ্বস্থ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
৫ বছর আগে
ভোলায় গৃহবধূ গণধর্ষণের অভিযোগে মামলা
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার চরপিয়ালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
৫ বছর আগে