ভোলার মনপুরায় ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় এক শিকারিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) গভীর মধ্যরাত সাড়ে ৩ টার দিকে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. কালু (২৮) উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিদা গদু সর্দারের ছেলে।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত সাড় ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে সড়কে অভিযান চালিয়ে তারা ১৫ কেজি হরিণের মাংসসহ কালুকে গ্রেপ্তার করে।
এসময় চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়। পরে পুলিশের জেরার মুখে গ্রেপ্তার কালু চক্রের অপর পাঁচ সদস্যের নাম জানায়। পরে পুলিশ কালুসহ চক্রের ছয় সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের ছয় জনের বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: খুলনায় ১২০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১