চারা রোপণকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে সমালোচনার সৃষ্টি হলে ১৪ দিন পর শুক্রবার রাতে ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ মুনসুরকে (৫৩) রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক(২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করেন।
নির্যাতনের নেতৃত্ব দেয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি এবং আরসাদ নাতনি জামাই।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে চারজনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।