ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রবিবার পর্যন্ত করোনা প্রতিরোধে এ নিয়ে জেলার ৭ উপজেলায় মোট ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
এদের মধ্যে ওমান, আবুধাবি, সৌদিআরব, ইতালি, জার্মানি, ভারত, মালেশিয়া, সিঙ্গাপুর থেকে আগতরা বেশি। ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা রয়েছে।
এছাড়া প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপেক্সে করোনা ওয়ার্ড (আইসোলেশন) রাখা হয়েছে। ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও ৮টি কন্ট্রোল রুম খোলা রয়েছে।
অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে এপর্যন্ত ১৫ জন বিদেশফেরতকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।