ময়মনসিংহ সদরে চর ঈশ্বরদিয়া ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে কয়েক মাস ধরে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।
রবিবার সকালে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি অপরিকল্পিতভাবে মৎস্য খামার গড়ে তোলায় এবং খালের প্রবাহ বন্ধ হয়ে পড়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গেল তিন মাস ধরে এই জলাবদ্ধতায় স্থানীয় মানুষ কষ্টে দিনযাপন করছেন। মানুষের বাড়িঘর আঙিনা রান্নাঘর খাবার পানির টিউবওয়েল এবং টয়লেট পানির নিচে তলিয়ে আছে। এতে গবাদিপশু নিয়ে স্থানীয়রা বিপাকে পড়েছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চেয়ে আবেদন করেও কোনো কাজ না হওয়ায় হতাশ তারা।
মানববন্ধন চলাকালে বিক্ষোভ-সমাবেশের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিমুল ইসলাম সেলিমসহ স্থানীয় বিশিষ্টজনরা বক্তব্য দেন।