সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় মসজিদের পাশে যাত্রী ছাউনি থাকবে কি না, তা নিয়ে সৃষ্ট তর্কবিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে একটি রেস্তোরাঁ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফাত এবং স্থানীয় ‘পাপড়ি রেস্টুরেন্ট’ নামের একটি রেস্তোরাঁর মালিক ও বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপক্ষ যাত্রী ছাউনিটি সেখান থেকে সরিয়ে ফেলতে এবং আরেক পক্ষ সেখানেই রাখার বিষয়ে মত দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়, একপর্যায়ে যা রূপ নেয় সংঘর্ষে।
আরও পড়ুন: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
তারা আরও জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন খান বলেন, ‘সংঘর্ষে এখন পর্যন্ত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে।’