মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাচার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাদুরখালী-আমতৈল গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত চাচার নাম তাহিদ জোয়াদ্দার (৪২) এবং দুই ভাতিজা হলো- সাব্বির ও শাকিল।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
এ ব্যপারে নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ছোটভাই মনিরুল জোয়াদ্দার থানায় অভিযোগ করেন যে গ্রামের জমি নিয়ে তাহিদ জোয়াদ্দার ও তার ভাতিজা সাব্বির ও শাকিলদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ভাতিজাদের রামদা ও লাঠি-সোঠার আঘাতে চাচা জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেলে পাঠান। ফরিদপুর নেওয়ার পথেই মধুখালী এলাকায় তার মৃত্যু ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সেই বিএনপি নেতার বিরুদ্ধে মাগুরায় আরেকটি মামলা