প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা করা হয়েছে।
বুধবার জেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান মাগুরা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীরের আদালতে ডিজিটাল আইনে মামলাটি করেন। বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির’ অভিযোগে মির্জা ফখরুল ও রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
শুনানি শেষে আদালত মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার প্রদান করেছেন।
বাদি পক্ষের আইনজীবী শাখারুল ইসলাম শাকিল জানান, আসামি চাঁদ ১৯ মে পুটিয়ায় স্কুল মাঠে জনসভায় বক্তৃতা দানকালে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। হত্যার হুমকি দেওয়ায় তার জীবনহানী ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। যার কারণে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আতঙ্কের মধ্যে রয়েছে। আসামির এই বক্তব্যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টিসহ নাশকতামুলক কর্মকাণ্ড ঘটতে পারে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সেই বিএনপি নেতার বিরুদ্ধে ফরিদপুরে মামলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নেত্রকোণা আদালতে আরও ১টি মামলা