মাগুরার শালিখা উপজেলায় সাত ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন প্রার্থী। এছাড়া ৬৩টি সাধারণ ওয়ার্ডে ৩১৫ জন ও সংরক্ষিত ২১টি ওয়ার্ডে মোট ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মতিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে মাগুরার শালিখা উপজেলার সাত ইউনিয়নেও ভোট হবে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৪ নভেম্বর প্রার্থীতা যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।
উপজেলা রিটার্নিং কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ধনেশ্বরগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন; আড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন; বুনাগাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন; তালখড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন; শতখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আট জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া গঙ্গারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন; শালিখা ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, শালিখা উপজেলায় সবাই শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও মনোনয়নপত্র জমাদানে বাধা বা সহিংসতার ঘটনা ঘটেনি। আশা করছি আমরা আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: মাগুরায় ১২৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪