মাগুরার শ্রীপুরে রাতের আধারে ইসরাফিল হোসেন নামে এক কৃষকের ২০ শতাংশ জমির দুই শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরচাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিপক্ষ হাবিব মোল্যার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসরাফিল হোসেন।
অভিযুক্ত হাবিব মোল্যা বলেন, ‘তাদের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তাদের বিরুদ্ধে দুটি মামলাও রয়েছে। আমাদের ধারণা তারা এ ঝামেলা থেকে বাঁচার জন্য নিজেদের গাছ নিজেরাই কেটে উল্টো আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’
নেক্কারজনক এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ও গিয়েছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫
মাগুরায় উচ্চ তাপমাত্রা, বৃষ্টির অভাবে লাভজনক লিচু উৎপাদন হুমকির মুখে