মাগুরায় বাসচাপায় মিনহাজুল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে টেক্সটাই মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল ইসলাম তাসিন মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রবিউল ইসলাম ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে মাগুরা শহরে আসার পথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপায় তাসিন নামে ওই স্কুলছাত্র নিহত হন।
মাগুরা সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’