মাগুরার শ্রীপুর থেকে আনন্দ কুমার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার বালিয়াঘাটা গ্রামের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনন্দ কুমার উপজেলার বালিয়াঘাটা গ্রামের গৌর চন্দ্রের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, ‘আমগাছে ঝুলন্ত একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’