মাগুরায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে একটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অর্ন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান তারা।
সমাবেশে সামিয়া জাহান নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, নারীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। ৫ আগস্টের পরে আমরা একটি ইতিবাচক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু পত্রিকা খুললেই শুধু ধর্ষণের খবর সামনে আসে। আজকে মাগুরায় আমাদের বোনের ওপর অত্যাচার হয়েছে, অন্যদিন আরেকজনের ওপর হবে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।’
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে হিটু শেখ আটক
মৌমিতা তাবাসসুম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘দেশে আজ আইনের শাসন নেই। ধর্ষকরা কতটা নির্মম হতে পারে, তা আমরা মাগুরায় দেখেছি।’
তিনি আরও বলেন, ‘ধর্ষকের কোনো দল নেই, তাদের কোনো ধর্ম নেই। তাদের একটাই পরিচয়—তারা অমানুষ। আমার দেশে আর কোনো বোন যেন ধর্ষণের শিকার না হয়, সেজন্য প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরায় বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। শিশুটিকে তার বোনের স্বামী ও শ্বশুর ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী-শ্বশুরসহ মোট তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।