মাগুরা সদর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধষর্ণচেষ্টার অভিযোগে শনিবার থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় আমজাদ হোসেনসহ এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ওই ছাত্রীকে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন (৫৫) তার বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মোয়াজ্জেম দৌঁড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মোয়াজ্জেম স্থানীয় মঘি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিমসহ অন্য মাতবরদের মাধ্যমে ১ বিঘা জমি ভুক্তভোগী পরিবারকে দেয়ার প্রলোভন দিয়ে কয়েক দফা সালিশ বৈঠক করে। পাশাপাশি মামলা না করার জন্য ছাত্রীর মাকে চাপ দিতে থাকে। তবে মেয়েটির মা গ্রাম্য মাতবরদের প্রভাব এড়িয়ে শনিবার মাগুরা থানায় এসে মামলা করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাগুরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা
মাগুরা সদর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধষর্ণচেষ্টার অভিযোগে শনিবার থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় আমজাদ হোসেনসহ এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ওই ছাত্রীকে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন (৫৫) তার বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মোয়াজ্জেম দৌঁড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মোয়াজ্জেম স্থানীয় মঘি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিমসহ অন্য মাতবরদের মাধ্যমে ১ বিঘা জমি ভুক্তভোগী পরিবারকে দেয়ার প্রলোভন দিয়ে কয়েক দফা সালিশ বৈঠক করে। পাশাপাশি মামলা না করার জন্য ছাত্রীর মাকে চাপ দিতে থাকে। তবে মেয়েটির মা গ্রাম্য মাতবরদের প্রভাব এড়িয়ে শনিবার মাগুরা থানায় এসে মামলা করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।