রঞ্জু মিয়া (৩৩) নামের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।
তিনি বলেন, দৌলতপুর উপজেলার রঞ্জু মিয়া ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জন।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত আটজনের মধ্যে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবদুল মালেক, তার গাড়ির চালক, একজন মেডিকেল এ্যাসিসট্যান্টসহ ৬ জন এবং ঘিওর উপজেলার দুজন রয়েছেন।