মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে গরু লুট করার ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে তার খামার থেকে পাঁচটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল হোসেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওই এলাকায় তার একটি ডেইরি ফার্ম রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফার্মের কর্মচারীরা জানান, ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা ফার্মের তিন কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং সবুজ রঙের একটি বড় পিকআপে করে পাঁচটি গরু নিয়ে যায়।
আরও পড়ুন: পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার
ভুক্তভোগী উজ্জল হোসেন জানান, খামারের পাশেই তার বসতবাড়ি। ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কিত হয়ে তার বাড়ির উঠানে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তারা খামারের দিকে ছুটে আসেন এবং লুটকারীদের গাড়িটি শহরের দিকে চলে যেতে দেখেন। কিন্তু লুটকারীদের হাতে পিস্তল ও অন্যান্য অস্ত্র থাকায় কেউ কিছু করার সাহস পাননি।
ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানায় অবহিত করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ওসি আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।