মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে সুবর্না আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আরিফ হেসেন।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২, শিশুসহ আহত ৫
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দীর্ঘদিন ধরে আরিফ ও সুবর্না গ্যাস বেলুনের ব্যবসা করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে গ্যাসের বড় বোতল থেকে বেলুন ফুলানোর কাজ করছিলেন আরিফ ও তার স্ত্রী সুবর্না। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ হয়।
এতে ওই দম্পতি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুবর্নাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আরিফ বর্তমানের ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।