বুধবার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খাদ্য সহায়তা ও সুরক্ষা সমাগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চেীধুরীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীন, মুসলিম এইড বাংলাদেশের ঢাকা আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফরজ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, মুসলিম এইড মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল আলম মুমিন, সাটুরিয়া শাখা ব্যবস্থাপক মো. মামুন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থাও এগিয়ে এসেছে।
মানিকগঞ্জে এ পর্যন্ত করোনা মোকাবিলায় সরকারিভাবে ৫৫ হাজার পরিবারের মাঝে ২৫০০ টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, মুসলিম এইড বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সারাদেশে প্রায় ৩২ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং প্রায় দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছে।