নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে মানিকগঞ্জে এক প্রতিষ্ঠানকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সোমবার সদর উপজেলার হাটিপাড়া বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন।
তিনি বলেন, ‘সঞ্চিতা কসমেটিকসের মালিক জয়চান ঘোষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি করে আসছেন। অভিযানকালে তার প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়। ২০১৬ সালে মেয়াদ শেষ হয়েছে এমন অনেক প্রসাধনীও পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। এগুলো ধ্বংস ও ৫ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।’
এদিকে, মূল্যতালিকা প্রদর্শন না করায় হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এক দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত সদর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয় বলে জানান আসাদুজ্জামান রুমেল।