নকল
দিনাজপুরে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার ডিভাইসসহ গ্রেপ্তার ২
দিনাজপুরের পার্বতীপুরে প্রথমিক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার ৯টি ডিভাইসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের নতুনবাজারের সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারেরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার কিশমত প্রতা বটতলা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (১৯) এবং একই এলাকার মোবারক হোসাইনের ছেলে ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কনস্টেবল আবুল কালাম আজাদ (২০)।
আগামীকাল শুক্রবার ওই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
পাবর্তীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মোহাম্মদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবর্তীপুরের পৌর শহরের সিঙ্গারমোড় এলাকায় সম্রাট মিয়া ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছেন তারা।
এসময় অভিযুক্তদের কাছে নিয়োগ পরীক্ষায় উত্তর সরবরাহের কাজে ব্যবহার উপযোগী ৯টি ব্লুটুথ ডিভাইস ও হেডফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এএসআই) জসিম জানান, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে নকলে সহায়তা করতে অর্থের বিনিময়ে তারা ঢাকা থেকে পাবর্তীপুরে এসেছিলেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা: চাঁদপুরে নকল সরবরাহের অভিযোগে কলেজ কর্মচারীকে কারাদণ্ড
এসএসসি পরীক্ষায় অভিনব কায়দায় নকল: ৫ পরীক্ষার্থী বহিষ্কার
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে নকল প্রবেশপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩
১১ মাস আগে
এসএসসি পরীক্ষায় অভিনব কায়দায় নকল: ৫ পরীক্ষার্থী বহিষ্কার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইলের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে নকল সরবরাহ ও অসদুপায় অবলম্বন করায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে দুপুর ১২টায় এই ঘটনা ঘটে এবং পাঁচ ডিজিটাল নকলবাজ ধরা পড়ে।
আরও পড়ুন: চাঁদপুরে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি উদ্ধার
বহিষ্কার হওয়া পাঁচ পরীক্ষার্থী হলো- ওমর ফারুক, মশিউর রহমান, ইব্রাহিম খলিল, ফারদিন ইসলাম ও মাহবী হাসান মুহিন।
এদের মধ্যে মশিউর রহমান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের, আর বাকি চারজন মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মোবাইল মেসেঞ্জারে নকল সরবরাহের মাধ্যমে পুরো পরীক্ষা পার করেছেন তারা। শেষ রক্ষা আর হয়নি তাদের।
ধরা পড়লো সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের হাতে।
সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।
তাসনিম আক্তার ইউএনবিকে জানান, পরীক্ষার শুরু থেকে এই পাঁচজন পরীক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুরো পরীক্ষা নকল করে দিয়ে আসছিল। তাদের পাঁচজনের কাছে স্মার্টফোন থাকতো। আর এই পাঁচজনের মধ্যে একটা গ্রুপ মেসেঞ্জার ছিল। বাইরে থেকে তাদের ওই মোবাইলের মেসেঞ্জারে নকল সরবরাহ করা হতো। চারজনের একটা গ্রুপ বাইরে থেকে তাদের নকল সরবরাহ করতো।
এছাড়া তাদেরও আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তাসনিম আক্তার।
খোঁজ নিয়ে জানা গেছে, হলে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর পরই এই প্রশ্নের ছবি তুলে তারা বাহিরে পাঠিয়ে দিতো। পরে তাদের মেসেঞ্জার গ্রুপে একটা একটা করে উত্তর সরবরাহ করতো।
এভাবেই তারা পুরো পরীক্ষা পার করেছে।
এদিন ছিল পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার গোপন সূত্রে এমন একটি চাঞ্চল্যকর নকলের খবর পান।
তিনি দুপুর ১২টার দিকে পরীক্ষার হলে গিয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী এক নম্বর কক্ষে গিয়ে পরীক্ষার্থী মাহবী হাসান মুহিনকে চ্যালেঞ্জ করেন। আর তখনই তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয় এবং পুরো নকলের বিষয়টি বের হয়ে আসে।
তিনি যখন তল্লাশি শুরু করলেন তখন এই পাঁচজনের একজন তার সঙ্গে থাকা মোবাইলটি ময়লার ঝুড়িতে ফেলে দেয়। সেটি একজন কক্ষ পরিদর্শক উদ্ধার করেন।
আর বাকি তিনজনের কাছে তল্লাশি করে মোবাইল সেট পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে তল্লাশির সময় তারা কৌশলে জানালা দিয়ে ফেলে দিয়েছে। এ ঘটনার পর পর তাদের বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, আমরা সকল পরীক্ষার আগে পরীক্ষার্থীদের চেকআপ করে রুমে প্রবেশ করিয়েছি। কোন অবস্থায় যেন কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, তারপরেও তারা অতীব গোপনে অন্যায়ের আশ্রয় নিয়ে মোবাইল নিয়ে রুমে প্রবেশ করেছে।
এছাড়া তারা অন্যায়ের শাস্তি পেয়েছে।
আরও পড়ুন: ‘শতকোটি টাকা ব্যয়ে চাঁদপুরে আধুনিক নৌ বন্দর নির্মাণ হবে’
চাঁদপুরে ‘ভারতীয় সিরিয়াল দেখে’ শিশু হত্যার অভিযোগ, কিশোর গ্রেপ্তার
১ বছর আগে
৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলারের ফোন কলে একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে বিপুল পরিমাণ নকল সার জব্দ করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আলীপুর গ্রামে মেঘনা ফার্টিলাইজার নামে একটি সার তৈরির কারখানায় নকল সার তৈরি করে সারা দেশে বাজারজাত করা হচ্ছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: রেলওয়ে স্টাফ কোয়ার্টার থেকে অজগর উদ্ধার
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত, সহকারী কমিশনার (ভূমি), ওসি কেরানীগঞ্জ মডেল থানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘ সময় ধরে কারখানাটিতে তল্লাশি অভিযান পরিচালিত হয় এবং পরীক্ষা নিরীক্ষার পর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় কারখানাটিতে নকল সার উৎপাদন করা হতো।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
ঘটনাস্থল হতে রাত সাড়ে আটটায় কলাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মুন্সী আশিকুর রহমান ৯৯৯-কে ফোনে জানান সেখানে দেশের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের নকল সার উৎপাদন করা হতো। আনুমানিক পঞ্চাশ কোটি টাকা মূল্যের নকল সার জব্দ করা হয়েছে। কিছু সার ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল দিয়ে ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার, আটক এক
কারখানাটি সীল গালার পর মঙ্গলবার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। বুধবার আবারও তল্লাশি অভিযান চালানো হবে বলে মোবাইল কোর্ট থেকে জানানো হয়েছে।
৩ বছর আগে
মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে প্রতিষ্ঠান বন্ধ
নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে মানিকগঞ্জে এক প্রতিষ্ঠানকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৪ বছর আগে
কেরানীগঞ্জে ৮ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ
ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনসন বেবি লোশন, বেবি অয়েল, অলিভ অয়েল, কুমারিয়া হেয়ার অয়েল, ডাবর আমলা তেলসহ ২৬টি বিদেশি পণ্যের প্রায় আট কোটি টাকার নকল প্রসাধনী জব্দ করে ছয় প্রতিষ্ঠান মালিককে ১৮ লাখ টাকা জরিমানা ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
৫ বছর আগে
জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে একগুচ্ছ সিদ্ধান্ত
ঢাকা, ২৯ অক্টোবর (ইউএনবি)- এ বছর আগামী ২ নভেম্বর থেকে দশমবারের মতো দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।
৫ বছর আগে