সরকারি নির্দেশ অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে সাপ্তাহিক হাট চালু রাখার দায়ে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শিবালয় উপজেলার বরঙ্গাইল হাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহামুদ।
তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলার সব ধরনের সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু তা অমান্য করে বরঙ্গাইল হাট চালু রাখায় ইজারাদার মীর শাহীনকে জরিমানা করা হয়। সেই সাথে হাটে আগত ব্যবসায়ীসহ ক্রেতা ও জনসাধারণকে হাট থেকে চলে যেতে বাধ্য করা হয়।