স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করায় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
কক্সবাজারে এখন পর্যটকের ঢল। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ভরপুর পর্যটক থাকলেও মানছে না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছে না মাস্ক।
এদিকে করোনাভাইরাসের সংকটকালীন মুহূর্ত কেটে না যাওয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে রয়েছে প্রশাসন।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪ জন ব্যবসায়ী ও পর্যটককে জরিমানা করে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলকের চলমান অভিযানে জেল-জরিমানার তুলনায় প্রচারণাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। জেলাবাসী ও বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।