করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নাটোরে প্রচারাভিযান চালিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড থেকে এ অভিযান শুরু হয়।
প্রচারাভিযান থেকে মাস্ক ও লিফলেট বিতরণের পাশাপাশি কেউ মাস্ক ব্যবহার না করলে জেল-জরিমানার ঘোষণা দেয়া হয়।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানে অংশ নেন।
ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি সরকারি ও বেসরকারি অফিসকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।