মুন্সিগঞ্জে আরও এক নারীর করোনা শনাক্ত হয়েছে।
তার নমুনা গত ১৯ এপ্রিল সংগ্রহ করে পরের দিন আইইডিসিআরে পাঠানো হলেও প্রতিবেদন পাওয়া যায় রবিবার।
ওই নারী সদর উপজেলার সিপাহীপাড়ায় পল্লী বিদ্যুত সমিতির সদরদপ্তর কম্পাউন্ডের কোয়াটারে রয়েছেন। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে করোনায় তার স্বামী মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, এ নিয়ে তাদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী এখন জেলায় করোনা শনাক্ত হলো ৫৯ জনের। আর আইইডিসিআরের ওয়েবসাইটে দেয়া আছে ৬৩ জনের। বাকি আরও চারজন কার কার করোনা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।