মুন্সীগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ স্বজনরা এই মৃত্যুর জন্য চিকিৎসার অবহেলা এবং নার্স ও ওয়ার্ডবয়দের গাফিলতিকে দায়ী করে মারধর শুরু করেন। হাসপাতালে বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতালের পঞ্চম তলায় ডেঙ্গু ওয়ার্ডে হাজেরা মারা যান। এরআগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভর্তি হন তিনি।
আরও পড়ুন: পুলিশকে মারধরের দায়ে ব্যতিক্রমী কারাদণ্ড
হাজেরা খাতুন (৪০) মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, রোগীর স্বজনদের মারধরে আহত ও লাঞ্ছিত হয়েছেন হাসপাতালটির নার্স ও স্টাফরা। আহতরা হলেন- আঞ্জুম আরা, শান্তা আক্তার, রওশন আরা, ওয়ার্ড বয় ইমাম ও নিরাপত্তা প্রহরী জসিম।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, পাঁচ তলার নার্সদের ডেক্সের সামনে জটলা। রোগীর স্বজনরা ডেক্সের ওপারে থাকা বয়দের মারধর করছেন। এতে প্রায় দুই ঘণ্টা হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হয়।
তবে স্বজনদের দাবি, অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তবে নার্সরা তা অস্বীকার করেছন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, রোগীর স্বজনদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসাপতালটির জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মাহমুদুল হককে প্রধান করে গঠন করা এই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
হাসপাতালটির চিকিৎসক ডা. হিমেল বলেন, ডেঙ্গু শনাক্তের পর তাকে হাসপাতালে আনা হয়। তার ডায়াবেটিসসহ শরীরের অন্যান্য রোগও ছিল।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আওয়াতিফ ইবনে মতিন বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।