বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফের নেতৃত্বে কোস্টগার্ড ও জেলা মৎস্য অফিস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় ৯টি কারখানার ২১ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে বেগবান করার জন্য জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই যৌথ অভিযান চালানো হয়। জব্দকৃত জালগুলো রাতে মুক্তারপুরের কাছে ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় কোস্টগার্ডের লে. কমান্ডার এম সাজ্জাদ হোসেন, ঢাকা বিভাগীয় উপপরিচালক সৈয়দ মো. আলমগীর, জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।