মেঘনার পশ্চিম পাড়ে ইব্রাহীমপুর চরের পাশ থেকে বুধবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুলতান মিয়া (৪০) চাঁদপুর সদরের মধ্য শ্রীরামদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত সোমবার রাতে পুরানবাজার হরিসভা রণাগোয়াল এলাকা দিয়ে মাছ ধরার সময় দুটি নৌকার মুখোমুখী সংঘর্ষ হলে ওই জেলে তাদের নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। এলাকার জনৈক সাজুর নৌকার জেলে ছিলেন তিনি।
ওদিকে জেলা মৎস্য অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে মতলব উত্তরের একজনসহ সাত জেলেকে মা ইলিশ মাছ ধরার অপরাধে আটক করে সদরের আলুর বাজার নৌপুলিশ দল। বৃহস্পতিবার আটকদের মধ্যে দুইজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও বাকি পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পযর্ন্ত ভ্রাম্যমাণ আদালত মেঘনার ৯০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ২১০ কেজি মা ইলিশ জব্দ করে।