সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন দিবস পালন অনুষ্ঠানটি আয়োজন করে।
সকালে সূর্যদোয়ের সাথে সাথে মুজিবনগর আম্রকানানে শেখ হাসিনা মঞ্চের সামনে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে জেলা প্রশাসক মো. আতাউল গনি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি মুজিবনগর স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এবারই প্রথম স্মৃতিসৌধের মূল বেদিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার ছবি সামনে রেখে পুষ্পার্ঘ অর্পন করা হয় । এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এসএম মুরাদ আলি পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।